ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংসের। ঘরের মাঠে রান তাড়া করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উইকেটও শুষ্ক। বড় রান ওঠার সম্ভাবনা আছে। তাই টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত পঞ্জাবের।
গত ম্যাচের টিম নিয়েই খেলতে নেমেছে কেকেআর। টিমের বোলিং আক্রমণে আছেন সুনীল নারিন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। পঞ্জাব টিমে লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কুরানরা বড় রান করতে পারবেন কিনা, তার দিকে নজর থাকবে।