টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংসের। ধর্মশালা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছেন আর্শদীপ সিংরা। প্রথমে বল করার সিদ্ধান্ত নিল দল।
দলে দুটি পরিবর্তন করেছে পঞ্জাব কিংস। ঋষি ধাওয়ানের পরিবর্তে দলে এলেন অথর্ব তাইডে। এদিকে সিকান্দার রাজার পরিবর্তে দলে এসেছেন কাগিসো রাবাদা। দিল্লি টিমেও দুটি পরিবর্তন করা হয়েছে। টিমে ফিরেছেন পৃথ্বী শ ও আনরিক নকিয়া। চোট পেয়ে বাদ পড়েছেন মিচেল মার্শ।