রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটারদের সম্মান না করার অভিযোগ এনেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। এবার অশ্বিনকে নিয়ে ফের মুখ খুললেন শিবরামকৃষ্ণণ। জানিয়ে দিলেন, অশ্বিন তাঁর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি নন।
কী হয়েছিল?
ধর্মশালায় ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ছিল রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। এই মাইলস্টোন ছোঁয়ার আগে তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন এবং মেসেজ করেছিলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। কিন্তু তাঁর অভিযোগ ছিল, একাধিকবার ফোন করলেন জবাব দেননি অশ্বিন। ফোন কেটে দেন। মেসেজের রিপ্লাই দেননি। এ নিয়ে একটি টুইটও করেছিলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ।
আরও পড়ুন - থাকছে দিন-রাতের টেস্ট, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা
সম্প্রতি এই টুইটের পরিপ্রেক্ষিতে এক ব্যক্তি লক্ষ্মণ শিবরামকৃষ্ণণে ট্যাগ করে লেখেন, অশ্বিন কি ফোন করেছিল? এই প্রশ্নের জবাবেই লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ জানান, অশ্বিন তাঁর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি নন।