রাজকোট টেস্টে দ্বিতীয় দিন ব্যাটে বড় রান এসেছিল। ৫০০তম উইকেটও তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আচমকা তৃতীয় টেস্ট থেকে নাম তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। জানা গিয়েছে, মায়ের শারীরিক অসুস্থতার জন্যই রাজকোট টেস্ট থেকে মাঝপথে ফিরলেন অশ্বিন।
কী কারণে রাজকোট টেস্ট থেকে ফিরলেন, তা জানিয়েছেন বিসিসিআই-এর সহ সভাপতি রাজীব শুক্লা। এক্স হ্যান্ডেলে তিনি অশ্বিনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করেন। জানান, এই কারণেই রাজকোট থেকে চেন্নাই ফিরতে হয়েছে অশ্বিনকে।
শুক্রবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিবৃতি দেয়। বোর্ডের বিবৃতিতে জানানো হয়, অশ্বিন তৃতীয় টেস্ট থেকে নাম তুলে নিয়েছেন। পরিবার সদস্যের চিকিৎসার কারণেই তাঁকে তৃতীয় টেস্টে পাওয়া যাবে না। এই সময় অশ্বিনের পাশে থাকবে বোর্ড। ভারতীয় স্পিনার যাতে এই কঠিন সময় পেরিয়ে যেতে পারেন, তাও জানায় বোর্ড।