শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট(Test Series) এবং টি২০ সিরিজের(T20 Series) জন্য দল ঘোষণা করল বিসিসিআই(BCCI)। প্রত্যাশামতোই দল থেকে বাদ পড়লেন ভারতের অভিজ্ঞ ২ ব্যাটার অজিঙ্কা রাহানে(Ajinkya Rahane) এবং চেতেশ্বর পুজারা(Cheteswar Pujara)। বাদ পড়েছেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা(Wriddhiman Saha)। তাঁদের বদলে দলে নেওয়া হয়েছে গুজরাতের ব্য়াটসম্য়ান পিয়াঙ্ক পাঞ্চাল, উত্তরপ্রদেশের সৌরভ কুমার এবং কর্নাটকের কে এস ভরতকে।
টেস্ট দলে(Test Team) ধারাবাহিক সুযোগ পেলেও ব্যাট হাতে ব্যর্থ হন পুজারা এবং রাহানে। অন্যদিকে তাঁদের থেকে একটু কম সুযোগ পেলেও নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও। ধারাবাহিকভাবে ঋষভ পন্থ(Rishabh Pant) ভাল খেলতে শুরু করায় প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার ঋদ্ধির(Wriddhiman Saha) সুযোগ শেষ। শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে দলে জায়গা না পাওয়া কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে।
ভারতীয় টেস্ট দল: রোহিত শর্মা(অধিনায়ক), বুমরাহ(সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ, কে এস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।
তবে শুধু টেস্ট নয়, শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে টি২০ দল(T20 team) ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। উইকেটরক্ষক হিসেবে দলে নতুন সংযোজন সঞ্জু স্যামসন(Sanju Samson)। দলে ফেরানো হয়েছে রবীন্দ্র জাদেজাকেও(R Jadeja)।
ভারতের টি২০ দল: রোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ার, দীপক হুডা, জশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান।