টি২০ ক্রিকেটে (T20 Cricket) নেতৃত্ব ছেড়েছেন। ওয়ানডে ক্রিকেটে (ODI Cricket) আনা হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma। প্রথম টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এসে বিরাট কোহলি (Virat Kohli) প্রসঙ্গে বিতর্কিত প্রশ্ন এড়ালেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
এদিন সাংবাদিক বৈঠকে বারবার বোর্ড ও বিরাটের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হয় কোচ রাহুল দ্রাবিড়কে। দ্রাবিড় বলেন, তিনি কোনও ব্যক্তিগত কথোপকথন নিয়ে মন্তব্য করবেন না। তাঁর মতে, "এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক সময় এটি নয়।"
আরও পড়ুন: সেঞ্চুরিয়নে ভারতের বক্সিং ডে টেস্ট, পাঁচ বোলার নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া
তবে বিদেশের মাটিতে বিরাটের সাফল্য নিয়ে প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় জানান, নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জেতার অন্যতম কারিগর বিরাট। দ্রাবিড় জানান, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নিয়ে যাওয়ার পিছনেও বিরাটের অবদান আছে।" টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিরাট, জানান দ্রাবিড়।