দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে (South Africa ODI Series) হোয়াইটওয়াশ (Whitewashed) হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এই হারের কারণ খুঁজতে গিয়ে কোনও রাখঢাক করেননি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। পাশে দাঁড়ালেন নতুন অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul)। জানালেন ওয়ানডে টিমে ব্যালেন্সের অভাব আছে। ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে অলরাউন্ডারের অভাব আছে, মনে করছেন দ্রাবিড়।
দ্রাবিড় বলেন, "আশা করি, পরেরবার যখন এই টিম দক্ষিণ আফ্রিকায় খেলতে আসবে, তখন খেলার মান বাড়বে। তখন অন্য স্টাইলে খেলতে পারবে টিম।" এবার টিমে ছয় নম্বর ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার একদমই ফর্মে ছিলেন না। শার্দুল ঠাকুর ও দীপক চাহার যার অভাব কিছু হলেও পূরণ করেছেন। চাহারের ব্যাটিংয়ের প্রশংসা করেন দ্রাবিড়।
আরও পড়ুন: সোশাল মিডিয়ায় ভামিকা, মেয়ের ছবি প্রকাশ নিয়ে বিরক্ত বিরাট
দ্রাবিড়ের মতে, এবার টিম ইন্ডিয়ার প্রাপ্তি টিমের নতুন অলরাউন্ডার দীপক চাহার (Deepak Chahar)। যেটুকু সুযোগ এসেছে, তা সম্পূর্ণ ভাবে কাজে লাগিয়েছেন দীপক চাহার। দ্রাবিড় বলেন, "আরও ম্যাচে দীপকের মতো ক্রিকেটারকে সুযোগ দেওয়া উচিত। ও আমাদের অনেক সুযোগ খুলে দিয়েছে।" তৃতীয় একদিনের ম্যাচে দারুণ ব্যাট করেন দীপক চাহার। ৩৪ বলে ৫৪ রানের দারুণ ইনিংস আসে তাঁর ব্যাট থেকে।