নতুন কোচ। নতুন সফর। শ্রীলঙ্কার মাটিতে ভারতের নতুন কোচ হিসাবে আজ, শনিবার অভিষেক হচ্ছে গৌতম গম্ভীরের। তার আগে, বর্তমানকে শুভেচ্ছা বার্তা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের। সেই ভিডিও বার্তা নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উত্তেজক দায়িত্বের নাম ভারতীয় কোচ। আর সেই কাজেই গম্ভীরের স্বাগত জানিয়েছেন দ্রাবিড়।
শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এই সফরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজও খেলবে টিম ইন্ডিয়া। ভিডিও বার্তায় দ্রাবিড় জানিয়েছেন, প্রায় একমাস হতে চলল তিনি দায়িত্ব ছেড়েছেন। কিন্তু এখনও মনে হচ্ছে সবটা যেন স্বপ্নের মতো। তিনি চাইবেন কোচ হিসাবে গম্ভীরও যেন এই স্বাদ ভীষণ ভাবে উপভোগ করেন। দ্রাবিড়ের দাবি, ক্রিকেটার এবং ভাগ্য সবসময় গম্ভীরের সঙ্গেই থাকবে।
ক্রিকেটার হিসাবে একসময় তাঁরা পাশাপাশি খেলেছেন। দ্রাবিড়ের নেতৃত্বে ঐতিহাসিক ইংল্যান্ড সিরিজ জয় হোক বা ক্যারিবিয়ান মাটিতে টেস্ট সিরিজ, প্রতিটি ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন গৌতম গম্ভীর। সেই অভিজ্ঞতা থেকেই দ্রাবিড় জানিয়েছেন, ব্যাটার থেকে ফিল্ডার সব ভূমিকায় তিনি গম্ভীরকে দেখেছেন। দেখেছেন জয়ের জন্য ঝাঁপাতে। ভারতের প্রাক্তন কোচ মনে করেন, সেই আগ্রাসণ কোচ হিসাবেও গৌতমের মধ্যে বজায় থাকবে।
দ্রাবিড়ের এই বার্তায় কথা হারিয়েছেন গম্ভীর। বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি জানেন না কী বললেন। কারণ, আইডল দ্রাবিড়কে দেখেই তাঁর ক্রিকেট শুরু। ক্রিকেটের জন্য এত ত্যাগ করতে তিনি অন্য আর কাউকে দেখেননি। ভারতীয় ক্রিকেটের যা যা প্রয়োজন দ্রাবিড় সব করেছেন বলেও জানিয়েছেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর।