টিম ইন্ডিয়ার হেডস্যার পদ থেকে অবসর নেওয়ার পর এবার নতুন দায়িত্ব। ফের কোচের ভূমিকায় দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। এবার আইপিএলের ফ্রাঞ্চাইজির দায়িত্বে দেখা যাবে তাঁকে।
এক জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি নাকি রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে সই করেছেন রাহুল দ্রাবিড়। যদিও এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
এর আগে ২০১২ এবং ২০১৩ সালে রাজস্থানের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন রাহুল দ্রাবিড়। এরপর ২০১৪ এবং ২০১৫ সালে এই দলেরই ডিরেক্টর ও মেন্টরের ভূমিকায় ছিলেন তিনি।
এরপর ২০১৯ সালে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়ার পরেই আইপিএল ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। ফলে, রাজস্থানের কোচ হিসেবে দলে ফেরাকে অনেকেই মনে করছেন রাহুল দ্রাবিড়ের ঘর ওয়াপসি।