ভারতীয় ক্রিকেটে কোচ রাহুল দ্রাবিড়র ভাগ্য কোন পথে ? সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, এই নিয়ে বোর্ডের অন্দরে আড়াআড়ি ভাগ হয়ে রয়েছে। একাংশের মতে, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসাবে দ্রাবিড়েই আস্থা দেখানো উচিত। আরেক পক্ষ দাবি তুলেছে, হাতে যা সময় রয়েছে তাতে নতুন কোচ এনে হার্দিক পান্ডিয়াদের আত্মবিশ্বাস বাড়ানো। আর এক্ষেত্রে দেশি কোচের উপরেই আস্থা বোর্ড কর্তাদের।
বিশ্বকাপ ফাইনালের দিনেই শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়ের দু বছরের চুক্তি। তার পর্যালোচনায় বোর্ড কর্তাদের দাবি, এই দু বছরে এমনি সিরিজ জিতলেও, আইসিসির প্রতিটি টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে ভারত। যা রাহুলের কাছে মাইনাস পয়েন্ট বলেই মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, দিনের শেষে ফলই আসল। আর তাতে ক্লিক করেনি রোহিত-রাহুল জুটি।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে ভারতীয় দলের কোচ কে হবেন ? গুঞ্জন ভিভিএস লক্ষ্মণের নাম ঘিরে। কারণ, দ্রাবিড়ের অনুপস্থিতিতে তিনিই ভারচের স্টপগ্যাপ কোচ হিসাবে কাজ করেছেন। দিন কয়েকের মধ্যেই বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন রাহুল দ্রাবিড়। ওই বৈঠকেই ছবি পরিষ্কার হতে পারে।