দক্ষিণ আফ্রিকার(South Africa) ওয়ান্ডারার্সে প্রথম পরাজয় অনেককিছু শিখিয়ে দিয়ে গেল টিম ইন্ডিয়াকে(Team India)। শুধু ভারতই(India) নয়, বিশ্বের যেকোনও দলের জন্যই এই হার কিছু প্রশ্ন তুলে দিল। বিনা যুদ্ধে তারা যে একচুল জমিও ছাড়বে না, কেপটাউনে(Cape Town) তৃতীয় টেস্টে নামার আগে ভারতকে হাড়ে হাড়ে টের পাওয়ালো প্রোটিয়া শিবির।
সাত উইকেটে হারের পর সাংবাদিক সম্মেলনে কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid) দলের ব্যাটারদের আরও বেশি দায়িত্বশীল হতে পরামর্শ দিয়েছেন। কে এল রাহুলের(KL Rahul) উদাহরণ তুলে এনে তিনি জানান, শুরুতেই যদি ক্রিজে টিঁকে থাকা যায়, তবে সেঞ্চুরি পেতে সমস্যা হয় না। নাম না করলেও রাহুলের অভিযোগের তীর যে রাহানে-পূজারার(Rahane-Pujara) দিকেই, তা বুঝতে কারুর সমস্যা হয়নি।
ভারতের উইকেটরক্ষক(Wicketkeeper) ঋষভ পন্থের(Rishabh Pant) কথা উঠতে হতাশা আড়াল করতে পারেননি ভারতের হেড কোচ। তিনি জানান, ঋষভ(Rishabh Pant) বরাবরই আক্রমণাত্মক ক্রিকেটার। তিনি তাঁর স্বাভাবিক ক্রিকেট থেকে বেরিয়ে অন্য কিছু করুন, তা রাহুল চাননি। কিন্তু শট বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে বলেই জানান রাহুল দ্রাবিড়(Rahul Dravid)।
আরও পড়ুন- Virat Kohli: তৃতীয় টেস্টে ফিরতে পারেন বিরাট, হারের পর আশার বার্তা কে এল রাহুলের মুখে
টিম ইন্ডিয়ার পক্ষে ওয়ান্ডারার্সের বুকে তাদের প্রথম হার যথেষ্টই বিস্ময়কর এবং হতাশাজনক। কিন্তু সাত উইকেটে হারের ধাক্কা সামলে কেপটাউন টেস্টে কীভাবে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়ায়, তা দেখার জন্য এখন মুখিয়ে রয়েছেন আপামর ভারতবাসী(Indians)।