এখনও পর্যন্ত কোনও লিখিত চুক্তিপত্রে সই করেননি। কাগজপত্র হাতে এলে দেখা যাবে। এমনই বিস্ফোরক মন্তব্য, টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের।
বুধবারই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দিয়ে বোর্ড জানিয়ে দেয়, জাতীয় কোচ হিসেবে মেয়াদবৃদ্ধি নিয়ে রাজি হয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়। ২৪ ঘণ্টার মধ্যে দ্রাবিড় জানান, আগে চুক্তিপত্র আসুক, তারপর কথা বলবেন।
এদিন এয়ারপোর্টে দ্রাবিড় বলেন, "এখনও কোথাও সই করিনি। কথা হয়েছে বোর্ডের সঙ্গে। কাগজ হাতে এলে দেখা যাবে, কী করা যায়।" অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলার আগে দ্রাবিড়ের এই মন্তব্যে উত্তাল ভারতীয় ক্রিকেট। তবে কি সত্যিই কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি!