ইন্দোরের পিচকে খারাপ তকমা দিয়েছে আইসিসি (ICC)। কিন্তু তা নিয়ে ভাবতে নারাজ টিমের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। পিচের থেকেও গুরুত্বপূর্ণ ম্যাচের ফল। আমেদাবাদ টেস্টের আগে সাফ জানালেন তিনি।
বর্ডার-গাভাসকর সিরিজে বারবার আলোচনার কেন্দ্রে পিচ। চতুর্থ টেস্টের আগে রাহুল দ্রাবিড় জানান, পিচ বিতর্কে তিনি ঢুকতে চান না। ম্যাচ রেফারি এই নিয়ে ভাববেন। দ্রাবিড় জানান, কিছু কিছু সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই সময় এমন পিচ দরকার, যা ফলাফল দেবে। দ্রাবিড়ের যুক্তি, শুধু ভারতে নয়, ক্রিকেটবিশ্বে এমনই হয়। পিচের ভারসাম্য সবার জন্য ঠিক রাখা কঠিন। তাই এমন ঘটনা যে কোনও জায়গায় হতে পারে।
আরও পড়ুন: ISL ও আই লিগের ১৬টি দল খেলবে, সুপার কাপের সূচি ঘোষণা ফুটবল ফেডারেশনের
ইন্দোরে হারতে হয়েছে ভারতকে। আমেদাবাদে কি ফের ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া। দ্রাবিড়ের পাখির চোখ টেস্ট চ্যাম্পিয়নশিপ। ম্যাচের আগে তাই পিচ বিতর্ককে দূরে সরিয়ে রেখে জানালেন, টিম ইন্ডিয়া সেই লক্ষ্যেই অবিচল।