T20 বিশ্বকাপই ছিল তাঁর শেষ ম্যাচ । এখন থেকে তাঁর নামের পাশে ভারতীয় ক্রিকেট দলের কোচের সঙ্গে জুড়বে 'প্রাক্তন' শব্দটাও । ভারতীয় বোর্ডের সঙ্গে প্রায় দশ বছরের সম্পর্ক শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের । তবে, বিদায়বেলায় বিশ্বজয়ের হাসি নিয়েই ফিরছেন দ্রাবিড় । ম্যাচ শেষের পর বিশ্বকাপ নিয়ে প্রস্তুতির স্মৃতিচারণা করেন 'জ্যামি' । সেইসঙ্গে নিজের নামের সঙ্গে বেকার শব্দটা জুড়ে মসকরা করতেও দেখা যায় তাঁকে ।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচিংজীবন নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলেন, 'পরের সপ্তাহ থেকে আর আমার চাকরি থাকছে না। বেকার হয়ে যাব। কোনও চাকরি রয়েছে?' দ্রাবিড়ের উত্তর শুনে চারপাশে হাসির রোল ওঠে ।
২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। সেই সময় থেকে যেমন দল গড়তে চেয়েছিলেন, সেই হিসেব সব সময় মেলেনি। অধিনায়ক রোহিত ও কোচ দ্রাবিড়ের নির্বিষ কম্বিনেশন নিয়ে প্রশ্নও তুলেছিলেন সমালোচকরা । বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে জ্যামি বলেন, 'এই ধরনে টিম একদিনে হয়নি। অনেকদিন আগে থেকে আলোচনা শুরু হয়েছে। টিমে আমরা যে ধরনের স্কিল চেয়েছি, প্লেয়ার চেয়েছি, তা নিয়ে কথা হয়েছে । দুই বছর ধরে বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি চলছে । সেই পরিশ্রমেরই ফল এই জয়।'