অন্যয় দ্রাবিড়ের পর এবার ২২ গজে নজর কাড়ল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) বড় ছেলে সামিত দ্রাবিড়। অনূর্ধ্ব-১৯ কুচবিহার ট্রফি খেলার সুযোগ পেয়েছে সামিত। কর্ণাটকের হয়ে মাঠে নেমেছিল সামিত।
শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৯৮ রানের দুরন্ত ইনিংস খেলে সামিত। তার জন্যই প্রতিপক্ষ জম্মু-কাশ্মীরকে এক ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দেয় কর্নাটক।
আরও পড়ুন - কথা দিয়েও কথা রাখলেন না ধোনি, রাঁচীর 'ক্রিস গেইল'কে কিনল গুজরাত টাইটানস
ইতিমধ্যেই সামিতের দুর্দান্ত ইনিংসের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই দাবি করেছেন, সামিতের ব্যাট করার ভঙ্গি ঠিক যেন তার বাবা অর্থাৎ রাহুল দ্রাভিড়ের মতো।