টেস্ট ক্রিকেটে শুভমন গিলের পাশে দাঁড়িলেন রাহুল দ্রাবিড়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামার নামার গিলের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। তিনি জানিয়েছেন, সাদা বলে দুর্দান্ত খেলে গিল। প্রতিটি ম্যাচেই বেশ ভালো পারফর্ম করছে বলে জানিয়েছেন তিনি।
কী বলেছেন রাহুল?
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন,"গিল অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড়। একজন ক্রিকেটারের সাফল্য পেতে অনেকটাই সময় লাগে। কিন্তু আমরা সেটা ভুলে যাই। শুভমন অস্ট্রেলিয়ার প্রতিটি ম্যাচেই দারুন পারফর্ম করেছে।
শ্রেয়সের হাতে চোট
এদিকে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচের আগে চোট পেলেন শ্রেয়স আইয়ার। অনুশীলন করার সময় ডান হাতের কবজিতে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে নেট থেকে বেরিয়ে সাজঘরে চলে যান তিনি।