ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের বায়োপিক ? নায়কের চরিত্রে কে ? এই প্রশ্ন শুনে কী বললেন রাহুল দ্রাবিড় নিজে ? আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ওই ছবিতে সৌরভের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড স্টার আয়ুষ্মান খুরানাকে।
বার্বেডোজে ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেই শোনা গিয়েছিল, এবার বড় পর্দায় ধরা হবে রাহুল দ্রাবিড়ের জীবনকাহিনি। এরপর থেকেই শুরু হয় জল্পনা। সম্প্রতি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রাহুল দ্রাবিড়কে। তাতে তিনি জানিয়েছেন, ভাল টাকা অফার করলে তিনি নিজেই অভিনয় করতে পারেন।
কোচ দ্য ওয়াল ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করিয়েছেন। ফের নিয়ে এসেছে আইসিসি-র কোনও ট্রফি। ১৬৪টি টেস্টে ১৩,২৮৮ রান করেছিলেন তিনি। খেলেছিলেন ৩৪৪টি এক দিনের ম্যাচও। সেখানে তাঁর ১০.৮৮৯ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯৮ ম্যাচে ২৩,৭৯৪ রান করেছিলেন। ২০০৭ সালের এক দিনের বিশ্বকাপে অধিনায়ক ছিলেন। সেখানে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে।