কে এল রাহুলের (KL Rahul) দুরন্ত সেঞ্চুরিতে সেঞ্চুরিয়নে অ্যাডভান্টেজে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে ভারতের রান ২৭২। ১২২ রান করে অপরাজিত কে এল রাহুল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ওপেনিং পার্টনারশিপে রাহুল ও মায়ঙ্ক আগরওয়াল ১১৭ রান করেন। ৬০ রানে লুঙ্গি এনগিদির ডেলিভারিতে ফেরেন মায়ঙ্ক। প্রথম বলেই ডাক হন চেতেশ্বর পূজারা। অধিনায়ক বিরাট কোহলি করেন ৯৪ বলে ৩৫ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিদি।
আরও পড়ুন: সেঞ্চুরিয়নে ভারতের বক্সিং ডে টেস্ট, পাঁচ বোলার নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া
সেঞ্চুরিয়নে পাঁচ বোলার নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া। টিমে আছেন শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। স্কোরবোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য বিরাট ব্রিগেডের।