এশিয়া কাপের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ফের ভারত-পাকিস্তান লড়াই। কিন্তু এই ম্যাচও ভেস্তে যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে।
গত ২ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ভারতের ইনিংস বৃষ্টিতে অনেকবার আটকে যায়। কোনও মতে তা শেষ হলেও পাকিস্তানের ইনিংস শুরুই হয়নি। সুপার ফোরের এই ম্যাচেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। এবারের ম্যাচ কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হওয়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন: ভাল ব্যবহার করেছে পিসিবি, পাকিস্তান থেকে ফিরে জানালেন বোর্ড প্রেসিডেন্ট
বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছে পাকিস্তান। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে তাঁরা। ভারতকে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।