T20 বিশ্বকাপে এবার সুপার এইটের লড়াই। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও তিন নম্বর ম্যাচ ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই তিন ম্যাচেরই আয়োজনে এবার ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকায় বৃষ্টি বাধা হয়েছিল অনেক ম্যাচে। সুপার এইটের ম্যাচেও কি বৃষ্টি হবে!
শেষ আটে ভারতের প্রথম ম্যাচ বার্বাডোসে। এই ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবেন রোহিত শর্মারা। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। তবে আবহাওয়া দফতরের খবর, সুপার এইটের ম্যাচে সব জায়গাতেই বৃষ্টি ধাওয়া করতে পারে ভারতকে।
আগামী ২০ জুন, আফগানিস্তানের বিরুদ্ধে ১০-২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। ২২ ও ২৩ জুনের ম্যাচেও ৪০-৫৪ শতাংশ বৃষ্টি হতে পারে। ২৯ জুন বিশ্বকাপ ফাইনাল বার্বাডোজেই ফাইনাল হওয়ার কথা।