রবিবারের মতো সোমবারও কি এশিয়া কাপে ভারত-পাক গড়াবে ? কলম্বোর আবহাওয়া দফতর কিন্তু আয়োজকদের আশা আলো দেখাতে পাচ্ছে না। কারণ, দুপুর তিনটে থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০ থেকে ৮০ শতাংশ। ফলে, ম্যাচ কতটা শেষ করা যাবে, তা নিয়ে সন্দেহ থাকছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলম্বোতে।
তবে, এই বৃষ্টির জেরে চাপ ভারতে উপরেই। কারণ, এই টুর্নামেন্টে ভারত শেষ ম্যাচ খেলছে নেপালের বিরুদ্ধে। সেই ম্যাচও বৃষ্টির জন্যে কমে ২১ ওভারে এসেছিল। সোমবার যদি পুরো ম্যাচ হয়, তাহলে মঙ্গলবার ফের ভারতকে মাঠে নামতে হবে। সুপার ফোরেই তাদের খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে।
আরও পড়ুন : রিজার্ভ ডে-তে বৃষ্টি হলে কত ওভার খেলা হবে, কোন টিম জয়ী হবে, ভারত না পাকিস্তান!
ফলে বিশ্বকাপের আগে ক্লান্তি ফ্যাক্টর হতে পারে রোহিত শর্মাদের। যা চিন্তায় রাখছে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কেও। কারণ, ঘরের মাঠে প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলতে হবে ভারতকে। তারপর শুরু করতে হবে বিশ্বকাপের অভিযান।
ফলে এত কম সময়ের মধ্যে আবার এতগুলো ম্যাচের ধকল, ফের ক্লান্তির সরণিতে ঠেলে দিতে পারে টিম ইন্ডিয়াকে। যা এখন সবার কাছেই চিন্তার বিষয়। তাই সোমবার পাকিস্তান ম্যাচ কি হবে, সেই দিকেই তাকিয়ে সবাই।