টস হলেও ম্যাচ শুরুর ঠিক মুখে ঝিরঝিরে বৃষ্টি। বৃষ্টির আশঙ্কা আগেই ছিল। বাদ পড়ল না এশিয়া কাপের ফাইনালও। সঠিক সময় খেলা শুরু হয়নি। বৃষ্টি নামতেই গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। জানা গিয়েছে ৩টে ৪০ মিনিটে মাঠ পরিদর্শন করে খেলা শুরু করা হবে।
আগেই জানানো হয়েছে, এশিয়া কাপের ফাইনালে রিজার্ভ ডে আছে। কিন্তু ম্যাচ রেফারি ও আম্পায়াররা বৃষ্টি হলেও ওভার কমিয়ে খেলানোর চেষ্টা করবেন। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম ইনিংসে বৃষ্টি হলে ওভার কমানো হবে। দ্বিতীয় ইনিংসে ডাকওয়ার্থ লুইসের মাধ্যমে টার্গেট ও ওভার দুটোই কমবে।
আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে টসে জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, রান তাড়া করবে ভারত