২০ ওভার গড়াল না ম্যাচ। তার আগেই আটকে গেল খেলা। একেনা স্টেডিয়ামে বুধবার ভিলেন বৃষ্টি। ১৯ ওভার ৪ বলে ১২৫ রান তুলেছে লখনউ। আধঘণ্টা পেরিয়ে গেলেও খেলা শুরু করতে পারেননি ম্যাচ রেফারি। যদি খেলা শুরু হবে, কত ওভার হবে! কত রানের টার্গেট হবে চেন্নাইয়ের।
যদি ১৯ ওভারের ম্যাচ হয়, চেন্নাই সুপার কিংসের টার্গেট হবে ১২৭। ১৮ ওভার হলে সেই টার্গেট হবে ১২২। ১৫ ওভারে সিএসকে-কে তুলতে হবে ১০৬ রান। ১০ ওভার ম্যাচ হলে টার্গেট ৭৬। ৫ ওভার ম্যাচ হলে ৪২ রান তুললেই জিতে যাবে ধোনি ব্রিগেড।
সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত খেলা শুরু করা যায়নি। গ্রাউন্ড কভার একবার তুললেও ফের তা নামিয়ে দেওয়া হয়। আপাতত বৃষ্টি কমার কোনও লক্ষণ দেখা যায়নি।