কেরালার তিরুঅনন্তপুরমে রবিবার ভারত-অস্ট্রেলিয়া। শনিবারই মাঠে জল জমার ছবিতে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ম্যাচ আয়োজন করতে বদ্ধপরিকর। আবহাওয়া বলছে, কেরলে এই সময় সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু রবিবার সেই সম্ভাবনা অনেকটাই কম। পিচ আর আউটফিল্ড ঠিক রেখে খেলা আয়োজনের চেষ্টা করছে ক্রিকেট সংস্থা।
মৌসম ভবন সূত্রে খবর, রবিবার ম্যাচে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। দিনের বেলা ৫৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে দিনের বেলা। রাতে বৃষ্টির সম্ভানা ১১ শতাংশ। আউটফিল্ড ঠিক রেখে ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করাই চ্যালেঞ্জ বিসিসিআইয়ের।
গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে T20 ক্রিকেটে গত ১০ ম্যাচের গড় রান ১৪৮। এই মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেই বুদ্ধিমানের কাজ যে কোনও অধিনায়কের।