দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ বল গড়িয়েছিল। বল করতে আসেন মহম্মদ শামি। এরপরই আহমেদাবাদে বৃষ্টি। ফের বন্ধ খেলা। আপাতত পিচ ঢেকে দেওয়া হয়েছে। ডাক ওয়ার্থ লুইসে খেলা হলে, কত রান টার্গেট হবে, চেন্নাইয়ের।
বৃষ্টি শুরু হওয়ার পরই প্যাভিলিয়ানে ফিরে যান ক্রিকেটাররা। রবিবারের মতো, এদিনও আউটফিল্ড খোলা। যার ফলে জল জমলে, আদৌ ম্যাচ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে ৫ ওভার ম্যাচ হলে ৬৬ রান তুলতে হবে। ১০ ওভারের ম্যাচ হলে ১২৩। ১৫ ওভার খেলা হলে ১৭১ রান করলে জিতবে ধোনিব্রিগেড।