ফের জয়ী রাজস্থান রয়্যালস। শনিবার লখনউর ঘরের মাঠে ৭ উইকেটে জিতলেন বাটলাররা। লক্ষ্যমাত্রা ছিল ১৯৭। ১৯ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। ৩৩ বলে ৭১ রান করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। হাফসেঞ্চুরি ধ্রুব জুড়েলের।
এদিন টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠায় রাজস্থান। অধিনায়ক কে এল রাহুলের ব্যাটে ৭৬ রানের ইনিংস আসে। দীপক হুডা ৩১ বলে হাফসেঞ্চুরি করেন। জবাবে ব্যাট করতে নেমে যশস্বী ও জস বাটলার ঝোড়ো ইনিংস শুরু করেন। ১৮ বলে ২৪ রান করে স্টয়নিসের ডেলিভারিতে ফেরেন যশস্বী। ১৮ বলে ৩৪ রান করেন জস বাটলার। দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর ক্রিজে আসেন সঞ্জু। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রিয়ান পরাগ ১৪ রান করে ফেরেন। এরপরই সঞ্জুর সঙ্গে জুটি বাঁধেন ধ্রুব জুড়েল। শেষ দিকে আয়ুশ বাদোনি ও ক্রুনাল পান্ডিয়া ম্যাচ শেষ করে আসেন।
এই ম্যাচ জিতে ১৬ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান। তালিকায় ৪ নম্বরে রয়ে গেল লখনউ সুপার জায়ান্টস।