আনকোরা নতুন জার্সি পরে আসন্ন আইপিএলে (IPL) মাঠে নামতে চলেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
আইপিএলের (IPL 2022) ২২ গজে মাঠে নামার আগেই নয়া রূপে ধরা দিল রাজস্থান রয়্যালস। বদলে গেল তাদের জার্সির রং, ডিজাইন সবটা। গত বারের তুলনায় এই বছরের রাজস্থানের জার্সির আকাশ-পাতাল তফাৎ।
আরও পড়ুন : Rajasthan Royals: টিম হোটেলে রাজস্থান রয়্যালস ক্রিকেটারদের অভ্যর্থনা জানাল ২ জনপ্রিয় কার্টুন চরিত্র!
মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাজস্থান এই বছর আইপিএলের জার্সির ছবি দিয়েছে। এই জার্সিতে রয়েছে গাঢ় গোলাপির ছোঁয়া। আগের জার্সিতে গোলাপি রঙ অনেকটাই হাল্কা ছিল। নতুন এই জার্সিতে বিভিন্ন শেডসের গোলাপী রঙ রয়েছে। সঙ্গে হরাইজন্টাল স্ট্রাইপ।
গাঢ় গোলাপির সঙ্গে গাঢ় নীলের কম্বিনেশনই রাখা হয়েছে জার্সিতে। কলার এবং হাতায় গাঢ় নীল রঙের ছোঁয়া।