আইপিএলের চতুর্থ ম্যাচেই নিজেদের জার্সি বদলে ফেলল রাজস্থান রয়্যালস। বিরাট কোহলিদের বিরুদ্ধে এক্কেবারে গোলাপি রঙা জার্সিতে মাঠে নেমেছেন সঞ্জু স্যামসনেরা। কিন্তু কেন এই সিদ্ধান্ত জানেন?
আসলে রাজস্থানের মহিলাদের সম্মান জানাতেই এহেন সিদ্ধান্ত সঞ্জু ব্রিগেডের। কারণ রাজস্থানের প্রত্যন্ত এলাকার মহিলারা সমাজ বদলের কাজ করছেন। তাঁদের এই কাজে সমর্থন এবং সকল নারীকে সম্মান জানাতে আদ্যপ্রান্ত গোলাপি পোশাকে আইপিএল খেলছে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন - ফুরফুরে মেজাজে বিরাট কোহলি, গাইলেন গান, জড়িয়ে ধরলেন আবেশ খানকে
শুধু গোলাপি জার্সি নয়। একই সঙ্গে দলের তরফে জানানো হয়েছে, শনিবারের ম্যাচে যতগুলি ছয় মারবেন রাজস্থানের ক্রিকেটাররা, টিমের পক্ষ থেকে রাজস্থানের ততগুলি বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগও দেওয়া হবে।