প্রত্যাশা ছিল যশস্বী জয়সওয়ালের ব্যাটে। কিন্তু বড় রান পাননি তিনি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৫২ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন সঞ্জু। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলল রাজস্থান রয়্যালস।
রবিবার সোয়াই মানসিং স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু। ওপেনিং জুটিতে বড় পার্টনারশিপ গড়তে পারেনি রাজস্তান। ১২ বলে ২৪ রান করে ফেরেন যশস্বী। জস বাটলার ১১ রান করে ফেরেন। কিন্তু খেলা ধরে নেন সঞ্জু ও রিয়ান। ৫৯ বলে ৯৩ রানের পার্টনারশিপ করেন তাঁরা। শেষদিকে ধ্রুব জুরেলের সঙ্গে ২২ বলে ৪৩ রানের পার্টনারশিপ করেন সঞ্জু।