ফের নায়ক রাজস্থানের ধ্রুব জুরেল। শেষ ম্যাচেও তাঁর ব্যাট থেকে বড় ইনিংস এসেছিল। এদিনও ১৫ বলে ৩৪ রান করলেন এই অলরাউন্ডার। যদিও রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে।
এদিন টসে জিতে ঘরের মাঠে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ৪৩ বলে ৭৭ রান করেন রাজস্থানের ঘরের ছেলে যশস্বী জয়সওয়াল। তাঁর ব্যাটিংয়ে ভর করেই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ২০২ রান তুলল রাজস্থান।
চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। থিকশানা ৪ ওভারে ২৪ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট। তুষার দেশপান্ডে নিয়েছেন ২টি উইকেট। ৪ ওভারে ৪৪ রান খেলেন সিএসকের পাথিরানা।