ঘরের মাঠে বিধ্বংসী ব্যাটিং রাজস্থানের। ফর্মে ফিরলেন জস বাটলার। ৫৯ বলে ৯৫ রান করলেন তিনি। ১৮ বলে ৩৫ রান অন্য ওপেনার যশস্বী জয়সওয়ালের। ৩৮ বলে ৬৬ রান করলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৪ রান তুলল রাজস্থান রয়্যালস।
এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাট করতে নেমেই সানরাইজার্সের বোলারদের তুলোধনা করে রাজস্থানের ওপেনিং জুটি। মার্কো জানসেন ফেরান যশস্বীকে। কিন্তু বাটলার ও সঞ্জুর পার্টনারশিপে বড় রান তোলে রাজস্থান।
৪ ওভারে ৫১ রান খেয়েছেন মায়াঙ্ক মারকান্ডে। ৪ ওভারে ৪৪ রান করে খেয়ে একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও জানসেন।