এবার টুর্নামেন্টে দারুণ শুরু করেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এখনও পর্যন্ত যে কটা ম্যাচ জিতেছে, তার অধিকাংশ বোলিং বিভাগের সাফল্য। টিমের পেস ও স্পিনের সঙ্ঘবদ্ধ আক্রমণই প্লাস পয়েন্ট। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে বৃহস্পতিবার সেটাই কাজে লাগাতে চায় রাজস্থান।
রাজস্থান রয়্যালসের প্রধান বোলার ট্রেন্ট বোল্ট (Trent Boult) ভাল ফর্মে আছেন। গত ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে শুরুতেই দারুণ বল করেন বোল্ট। প্রথম ওভারেই ফেরান অধিনায়ক কেএল রাহুল ও কৃষ্ণাপ্পা গৌতমকে। স্লগ ওভারেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া। বোল্টের পরই রাজস্থানের তুরুপের তাস প্রাসিদ কৃষ্ণা। বোল্টের সঙ্গে তাঁর জুটি যে কোনও প্রতিপক্ষের কাছেই ত্রাস।
আরও পড়ুন: স্বপ্নের ব্যাটিং উথাপ্পা ও শিবম দুবের, আরসিবিকে হারিয়ে আইপিএলে প্রথম জয় পেল চেন্নাই
এদিকে গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিলও দারুণ ফর্মে আছে। গত ম্যাচে রান না পেলেও তার আগের ম্যাচে ৯৬ রান করেন শুভমান। গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে দারুণ ফর্মে ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হাফসেঞ্চুরি করেন। পেয়েছিলেন উইকেটও। আর ফিনিশিংয়ে আছেন টিমের অন্যতম ভারতীয় ক্রিকেটার রাহুল টেওটিয়া। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের জিতে টিমের আত্মবিশ্বাস মজবুত করতে চাইছেন অধিনায়ক হার্দিক।