অধিনায়ক কে এল রাহুল ও নিকোলাস পুরানের বড় ইনিংস। তবুও আইপিএলের এই মরশুমের প্রথম ম্যাচের হার লখনউ সুপার জায়ান্টসের। ২০ রানে জয়ী রাজস্থান রয়্যালস। ১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় লখনউ। সেই কঠিন সময় নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে বড় পার্টনারশিপ করেন রাহুল। সন্দীপ শর্মার ডেলিভারিতে ১৬তম ওভারে রাহুল ফিরতেই চাপ তৈরি হয়। শেষ ওভারে বাকি ছিল ২৭ রান। ৭ রান দিয়ে ফেরেন আবেশ খান।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ৫২ বলে ৮২ রান আসে সঞ্জুর ব্যাট থেকে। ২৯ বলে ৪৩ রান করেন রিয়ান পরাগ। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে রাজস্থান রয়্যালস।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় লখনউ সুপার জায়ান্ট। ৪ রান করে ফেরেন এক ওপেনার কুইন্টন ডি কক। দেবদূত পাড্ডিকাল ০ রানে ফেরেন। ১ রান করে ফেরেন আয়ুষ বাদানি। ১৩ বলে ২৬ রান করেন দীপক হুডা। ৪১ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন নিকোলাস পুরান। ৫৮ রান করেন কে এল রাহুল।