ঘরের মাঠেও ভাগ্য ফিরল না। টানা ৩ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের লাস্ট বয় হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের পর রাজস্থান রয়্যালস ম্যাচেও হারতে হল মুম্বইকে। ১৫.৩ ওভারেই ১২৬ রান তাড়া করে জিতলেন সঞ্জুরা। টিমকে জিতিয়ে ফিরলেন রিয়ান পরাগ। ৩৯ বলে ৫৪ রান করে কমলা টুপির মালিকও হন তিনি। আইপিএলের এই মরশুমে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রাজস্থান রয়্যালস।
মুম্বইয়ের ব্যাটিং ধস
সোমবার ওয়াংখেড়ের উইকেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে মুম্বই। প্রথম স্পেলেই তিনি পান ৩ উইকেট। যুজভেন্দ্র চাহাল ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ঘরের মাঠে ধসে পড়ে মুম্বইয়ের ব্যাটিং লাইন আপ। ২১ বলে ৩৪ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ট
পরাগের ব্যাটিং
রাজস্থানের শুরুটাও ভাল হয়নি। যশস্বী জয়সওয়াল, জস বাটলার ও অধিনায়ক সঞ্জু স্যামসনের মতো তারকা ব্যাটসম্যানরা দ্রুত ফিরে যান। তবে খেলা ধরে নেন মিডল অর্ডারের বিশ্বস্ত ব্যাটার রিয়ান পরাগ। হাফসেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে ফিরলেন তিনি।