ইডেন গার্ডেন্সে টসে জিতে ফিল্ডিং রাজস্থান রয়্যালসের। প্রথমে ব্যাট করতে নামবে কলকাতা। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের ক্ষত এখনও মেটেনি। ইডেনে তাই সতর্ক অধিনায়ক সঞ্জু স্যামসন। টিমে ফিরেছেন ট্রেন্ট বোল্ট। বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
এদিকে গত ৩ ম্যাচে জিতে প্লে-অফের লড়াইয়ে ফিরে এসেছে কলকাতা। ঘরের মাঠে গত ম্যাচে পঞ্জাবকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে গোটা টিম। ইডেনের সন্ধ্যায় প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তোলাই লক্ষ্য কেকেআরের। কেকেআর টিমে বাদ পড়েছেন বৈভব অরোরা। টিমে এসেছেন অনুকূল রায়।