সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের। সোয়াই মান সিং স্টেডিয়ামে নামছেন সঞ্জু স্যামসনরা। এই পিচে বড় রান ওঠার সম্ভাবনা কম। স্পিনারদের দাপটই বেশি দেখা যাবে।
দারুণ ফর্মে আছেন যশস্বী জয়সওয়াল। গত ম্যাচে অধিনায়ক সঞ্জুর ব্যাটেও বড় রান এসেছিল। বাটলার, জো রুট, ধ্রুব জুরেলদের ইনিংসেও নজর থাকবে। এদিকে সানরাইজার্স হায়দরাবাদও দীর্ঘদিন পর জয়ে ফিরতে চাইছে। রাজস্থানকে হারাতে তৈরি অধিনায়ক মাক্রম। টিম থেকে বাদ পড়েছেন হ্যারি ব্রুকস। নেই উমরান মালিক ও মায়াঙ্ক আগরওয়ালও। এসেছেন গ্লেন ফিলিপস।