মঞ্চ তৈরি। একজনের সামনে ইতিহাস তৈরির সুযোগ। আর একজন ফাইনালে উঠে শ্রদ্ধা জানাতে চায় দলের প্রাক্তন অধিনায়ক এবং একদা মেন্টর প্রয়াত শেন ওয়ার্নকে। এই আবহেই মঙ্গলবার ইডেনে আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। নকআউটে কলকাতা নেই। কিন্তু নিজের ইডেনে মঙ্গলবার গুজরাতের জার্সি গায়ে দেখা যাবে বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ সামিকে। এই আইপিএলে ঋদ্ধির ব্যাটিং দেখে ইতিমধ্যেই
মুগ্ধ স্বয়ং ভারতীয় ক্রিকেটের ভগবান সচিনও। কলকাতাও তাকিয়ে থাকবে ঋদ্ধিমানের ব্যাট আর সামির বোলিংয়ের দিকে।
নিঃসন্দেহে এই আইপিএলে চমকের নাম গুজরাত। অভিষেকেই প্রথম দল হিসাবে তারা এবার আইপিএলে নকআউটে উঠেছে। ১৪ ম্যাচের মধ্যে হার্দিক পান্ডিয়ার ছেলেরা জিতেছেন ১০ ম্যাচে। গ্যারি কার্স্টেনের কোচিংয়ে গুজরাত দেখিয়ে দিয়েছে এই আইপিএলে তারা একটা দল। যেখানে ব্যক্তিগত ক্যারিশ্মার কোনও জায়গা নেই। তাই সুযোগ যাঁর, তিনিই নায়ক। এই পন্থাতেই এগিয়ে গিয়েছে গুজরাত।
শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে উঠেছে রাজস্থান। ধোনিদের বিরুদ্ধে নায়ক ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। তবে এই রাজস্থানে নায়ক অনেক। আইপিএলের ইতিহাসে এই প্রথম যেখানে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সর্বোচ্চ উইকেট শিকারি রাজস্থান রয়্যালসের। এই আইপিএলে তিনটি শতরান আছে ইংলিশ ক্রিকেটার জস বাটলারের ব্যাটে। আর প্রথম হ্যাটট্রিকের মালিক যজুবেন্দ্র চাহাল।
গ্রুপের ম্যাচে গুজরাত জিতেছিল ৩৭ রানে। সেসব এখন অতীত। সামনে দিকে চলতে চায় দু দল। যেখানে একজনের হাতছানি ইতিহাস তৈরির। অন্যজনের কাছে প্রয়াত মেন্টররে শ্রদ্ধা নিবেদনের সুযোগ।