হাতে এখনও তিনটি দিন সময় রয়েছে। বৃষ্টি না হলে রাঁচিতে যে ফয়সালা হচ্ছে, তা দ্বিতীয় দিনের শেষেই বোঝা গিয়েছে। কিন্তু প্রশ্ন হল ধোনির পাড়ার বাইশ গজকে নিয়ে। প্রথম দিন থেকেই এই পিচের চরিত্র বোঝা যাচ্ছে না। বিশেষ করে, দিনের শুরুর একঘণ্টা আর শেষের আধঘণ্টায় কার্যত সবাইকে অবাক করছে এই পিচ।
সরকারি ভাবে না হলেও, এই পিচ নিয়ে কার্যত অসন্তোষ দুই শিবিরেই। যদিও এই পিচে চারটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা এবং শোয়েব বসির। এই পিচেই চোখ ধাঁধানো শতরান জো রুটের। তবুও, এই পিচ নিয়ে প্রথম দিন থেকেই যেন সরব ব্রিটিশ প্রাক্তনরা।
দ্বিতীয় দিনের শেষে স্পষ্ট, হায়দরাবাদের মতো রাঁচিতে নিজেদের পাতা ফাঁদে আটকেছেন ভারতীয়রা। এই মাঠে তাঁদেরই চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে। ইঙ্গিত যা তাতে চতুর্থ টেস্টে ফয়সালা হচ্ছে। ভারতকে এই জায়গাতে বাঁচাতে একমাত্র বৃষ্টি। কারণ, রাঁচির আকাশ কালো।