তখন ১৩.২ বল। আউট হয়ে ফিরেছেন নুর আহমেদ। ২১৯ রান তাড়া করতে নেমে গুজরাত টাইটান্স ১০৩। ক্রিজে টিকে ছিলেন রশিদ খান। এরপর তিনি যা করলেন, তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ২০ ওভারে ১৯১ রানে শেষ হল গুজরাতের ইনিংস। কিন্তু আফগান বাহুবালীর ব্যাটে নতুন উদ্যমে ঢেউ উঠল গ্যালারিতে। ৩২ বলে ৭৯ রান করলেন। ইনিংসে ৩টি বাউন্ডারি আর ১০টি ওভার বাউন্ডারি।
শুক্রবার শুরুটা একেবারেই ভাল করেনি আইপিএলের ফার্স্ট বয় গুজরাত টাইটান্স। ২১৯ রান অনেক দূর। খেলা ১৩ ওভারেই শেষ হয়ে যেতে পারত। রশিদের বিধ্বংসী ইনিংসের সাক্ষী রইল ওয়াংখেড়ে। ম্যাচের পর রশিদের এই ইনিংস দেখে টুইট করেছেন সুরেশ রায়না। প্রশংসা করেছেন হর্ষ ভোগলে, ইউসুফ পাঠান, যুজভেন্দ্র চাহাল।
এদিন বল করতে এসেও সাফল্য পান রশিদ খান। গুজরাতের হয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এরপর ব্যাটিং পারফরম্যান্স। টিমকে জেতাতে পারলেন না। কিন্তু ওয়াংখেড়েতে ট্র্যাজিক হিরো হয়ে থেকে গেলেন রশিদ।