বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছেন রশিদ খান, রহমাতুল্লাহ গুরবাজরা। প্রথমবার T20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন তাঁরা। ওয়ানডে বিশ্বকাপের পর T20 বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন নবীন উল হকরা। ম্যাচের পর ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারাকে বিশেষ ধন্যবাদ জানালেন দলের অন্যতম স্পিনার ও স্তম্ভ রশিদ খান।
এবার টুর্নামেন্টে প্রথমে নিউজিল্যান্ডকে হারানোর পরই আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। রশিদ খানের মতে, "সেমিফাইনাল স্বপ্নের মতো। নিউজিল্যান্ড ম্যাচ জিতে মনে হয়েছিল অবিশ্বাস্য। একমাত্র ব্রায়ান লারা আমাদের সেমিফাইনালে বাজি ধরেছিলেন। আমরা তাঁর কথা রাখতে পেরেছি।"
দেশের মানুষের দিকে তাকিয়েই এই পারফরম্যান্স। রশিদ খানের মতে, "এই অনুভূতি শব্দে ব্যক্ত করা যায় না। দেশে ফিরেও বর্ণনা করতে পারব না। সেমিতে যাব, এই ধারণা নিয়ে মাঠে নেমেছিলাম। সেটা করতে পেরেছি।"