T20 সিরিজের আগে বড় ধাক্কা আফগানিস্তান শিবিরে। সিরিজে থাকবেন না তারকা স্পিনার রশিদ খান। আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান জানিয়েছেন, রশিদ পুরোপুরি ফিট নন। সিরিজে তাই অংশ নেবেন না তিনি।
রশিদের মতো স্পিনার ভারত সফর না থাকা ভোগাবে, মেনে নিয়েছেন আফগান অধিনায়ক। ভারতের মাটিতে তাঁর অভিজ্ঞতাও অনেকটাই বেশি। আফগান অধিনায়ক জাদরান জানান, যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়, এটাই ক্রিকেট। কিন্তু এই সিরিজে রশিদকে মিস করবে গোটা দল। চিকিৎসকের পরামর্শে বর্তমানে রিহ্যাবে আছেন রশিদ।
দুমাস আগে পিঠে অস্ত্রোপচার হয় রশিদের। দুদিন আগে টিমের সঙ্গে চণ্ডিগড়ও আসেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, তিনি খেলতে পারবেন না।