ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান (Afghanistan Earthquake)। মৃতের সংখ্যা দু'হাজারেরও বেশি। দেশের এই চরম দুর্দশার দিনে সাধারণ মানুষকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান (Rashid Khan)। বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলে আয় সব অর্থই দুর্গতদের সাহায্য়ে দান করবেন বলে জানালেন।
চলছে বিশ্বকাপের যুদ্ধ। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেছে আফগানিস্তান। এরই মধ্যে দেশের বিপর্যয়ের খবর সামনে আসে। বিদেশের মাটি থেকেই টুইট করে দেশের মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি।
টুইটারে লেখেন, 'আফগানিস্তানের পশ্চিম প্রান্তে ভূমিকম্পের খবরে আমি মর্মাহত। সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপের সমস্ত উপার্জন আমি দুর্গতদের সাহায্যে দান করব।' এছাড়াও আফগানিস্তানকে সাহায্য করার জন্য আরও কিছু ব্যবস্থা করার কথাও তিনি জানিয়েছেন এই টুইটে।
আরও পড়ুন - গাজায় নিহত চারশোর বেশি বন্দুকবাজ, জানাল ইজরায়েল ডিফেন্স ফোর্স
পশ্চিম আফগানিস্তানের শনিবারের ভয়ঙ্কর ভূমিকম্পে মৃত্যু হয়েছে ২০০০ জনের বেশি। এমনই জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। শনিবার তিনবার ভয়ঙ্কর কম্পন অনুভূত হয় আফগানিস্তানের পশ্চিমাংশে। মোট ১২টি গ্রাম ধূলিস্যাৎ হয়ে যায়।