দক্ষিণ আফ্রিকা(South Africa) টেস্ট সিরিজে জিতে আসুক ভারতীয় দল(Team India), সমর্থন জানিয়েছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী(Ravi Shastri)। তবে দক্ষিণ আফ্রিকাকে(South Africa) তাদের ঘরের মাঠে হালকাভাবে যেন না নেয় ভারত(India)। সতর্ক করেছেন প্রাক্তন এই ভারতীয়(Indian) কোচ।
স্টার স্পোর্টসকে(StarSports) দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানান, নিজেদের দক্ষতা প্রমাণের জন্য এর চেয়ে ভাল সুযোগ আর পাবে না ভারত(India)। তিনি আরও বলেন, কোহলি(Virat Kohli) একজন অনবদ্য নেতা। তিনি যথেষ্ট প্রতিভাবান এক দলকে পেয়েছেন, যারা দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠেও তাদের হারাবার ক্ষমতা রাখে।
উল্লেখ্য, রবি শাস্ত্রীর হাত ধরেই বিদেশের(Overseas) মাটিতে ভারত(India) দ্রুত উন্নতি করেছে। অস্ট্রেলিয়ায়(Australia) দু'বার সিরিজ জয় এবং ইংল্যান্ডের(England) বিরুদ্ধেও ২-১ ফলে সিরিজ পকেটে পুরেছে কোহলি ব্রিগেড। তবে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার(South Africa) মাটিতে সিরিজ জয় সম্ভব হয়নি।