ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক কে? এই প্রশ্নের উত্তরে রোহিত শর্মাকেই খানিকটা এগিয়ে রাখলেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কোচ ও বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। কারণ তাঁর মতে টি-টোয়েন্টি ২০২৪ জয়ের পর ইতিহাসের অন্যতম সেরা ভারতীয় অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকেই বিবেচনা করা হবে। কারণ তাঁর দক্ষতার জন্যই ভারত টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হয়েছে।
রবি শাস্ত্রী জানিয়েছেন, রোহিত শর্মার নেতৃত্বে, ভারত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ উল্লেখযোগ্য মাইলফলকগুলিতে পৌঁছেছে। এছাড়াও আধুনিক দিনের ক্রিকেটের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে রোহিত সফলভাবে একটি আক্রমণাত্মক খেলার ধরণ তৈরি করেছেন। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে রোহিত শর্মার যুগলবন্দী এই মাইলফলক তৈরি করেছে।
আইপিএলের সফল অধিনায়ক হিসেবেও রোহিত শর্মার পক্ষই নেন রবি শাস্ত্রী। তাঁর মতে, রোহিত দুর্দান্ত অধিনায়কত্বের জেরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছেন। উল্লেখ্য, ধোনি IPL জিতেছেন চারবার ও রোহিত শর্মা জিতেছেন পাঁচবার।