ওভালে বিরাট-শুভমনের ব্যাট একসঙ্গে চললে, রাজার মাঠে রাজকীয় টেস্ট ফাইনালের ফল অন্যরকম হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে এমনটাই মত ভারতের প্রাক্তন কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রীর। তিনি জানিয়েছেন, ভারতীয় হিসাবে তিনি চান ওভাল থেকে এই ট্রফি নিয়ে ফিরুক অধিনায়ক রোহিত শর্মা। আর তারজন্য, প্রয়োজন বিরাট এবং শুভমনের ব্যাটিং কামাল। শাস্ত্রীর মতে, আইপিএলের ফর্মেই থাকতে হবে বিরাট এবং শুভমনকে। তাহলেই রাহুল দ্রাবিড়ের কাজ অনেকটাই সহজ হতে পারে বলে দাবি প্রাক্তন কোচের।
যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্টের ফাইনালে আগে দলের প্রতিটি ব্যাটারকে সতর্ক করে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর দাবি, ভরা বর্ষায় ইংল্যান্ডের মাটিতে ব্যাট করা মোটেই সহজ নয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার সিম অ্যাটাকের সামনে হাত খুলে ব্যাট করাটা কঠিন হবে বলেই মনে করছেন রোহিত।
অধিনায়কের সঙ্গে ভিন্ন মত প্রাক্তন কোচের। শাস্ত্রীর দাবি, এই অজি দলে সিম বোলার অনেক কম। কামিন্সরা মূলত পেস নির্ভর, তাই ওভালের বাইশ গজে সুবিধা পাবেন ভারতীয় ব্যাটাররা। আর এখানে এগিয়ে বিরাট-শুভমনরা।