ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজকে 'সময় নষ্ট' বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। কেপটাউন টেস্ট মাত্র ১০৭ ওভার টিকেছে। সেই টেস্টেই জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।
ধারাভাষ্যের সময় রবি শাস্ত্রীকে বলতে শোনা যায়, ভারতের যে কোনও একটি ফরম্যাটে ফোকাস করা উচিত। আগামী দিনে বিদেশ সফরে দুটি টেস্ট ম্যাচের সিরিজ এড়িয়েই চলা উচিত।শাস্ত্রীর মতে, ঘরের মাঠে হোক বা বিদেশে, দুটি টেস্ট ম্যাচের সিরিজ সময় নষ্ট। তিনটি T20 ম্যাচের সিরিজ ও তিনটি টেস্ট সিরিজ করাই যেতে পারত।
আরও পড়ুন: এবার অনেক খরচ, ম্যাচের সেরা হয়ে কেন এমন বললেন বাংলার পেসার তিতাস
কেপটাউন টেস্টের উইকেট নিয়ে আইসিসি-কে একহাত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কেপটাউনের পিচ নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। ক্রিকেট ইতিহাসে এই টেস্ট সবথেকে কম সময়ে শেষ হওয়ার নজিরও গড়েছে।