T20 বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। এবার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। পেসার জসপ্রিত বুমরা ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টিমে না থাকলেও দারুণ পারফরম্যান্স করবে ভারত। এমনই মনে করছেন শাস্ত্রী।
চোট ছিল। সুস্থ হয়ে ফিরতেই ফের চোট। বিশ্বকাপে বুমরার না থাকা দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন শাস্ত্রী। কিন্তু বুমরা ও জাদেজা না থাকায় সুযোগ পেয়েছেন নতুন ক্রিকেটাররা। যা টিম ইন্ডিয়াকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন শাস্ত্রী।
এদিন অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলনেও নেমে পড়েছেন রোহিত ব্রিগে়ড। প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের মানিয়ে নেওয়াই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার।