ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। কুম্বলে এবং হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে দেন তাঁরা। টেস্ট ক্রিকেটে ভারতের সবথেকে সফল বোলিং জুটি এখন বর্তমান দুই বোলার।
কুম্বলে এবং হরভজন একসঙ্গে মোট ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। এবং তাঁদের দুজনের সংগ্রহে ছিল ৫০১টি উইকেট। যার মধ্যে কুম্বলের সংগ্রহে ২৮১টি এবং হরভজনের সংগ্রহে ২২০টি উইকেট রয়েছে। কিন্তু অশ্বিন ও জাদেজা তাঁদের ৫০ তম টেস্ট ম্যাচেই ওই রেকর্ড ছুঁয়ে ফেললেন। তাঁদের ঝুলিতে এখনও পর্যন্ত ৫০৬ উইকেট। তার মধ্যে অশ্বিনের উইকেট সংখ্যা ২৭৮টি এবং জাডেজার ২২৮টি।