টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার। আইসিসির ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন নজির রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারির তালিকায় কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভাঙলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৬ ম্যাচে ৬৮৭টি উইকেট পান কপিল দেব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোরে দ্বিতীয় দিন পিটার হ্যান্ডসকম্বকে আউট করার পরই কপিল দেবকে ছাপিয়ে যান অশ্বিন। ২৬৯ ম্যাচ খেলে ৬৮৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে এখনও শীর্ষে অনিল কুম্বলে। ৪০১ ম্যাচে ৯৫৩টি উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে হরভজন সিং। ৩৬৫ ম্যাচে ৭০৭ উইকেট তাঁর। তিনে আছেন রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন: ইন্দোরে শুরু দ্বিতীয় দিনের খেলা, ৫০-এর বেশি লিড অস্ট্রেলিয়ার, খেলায় ফিরতে মরিয়া ভারত
দীর্ঘ ৮ বছর পর আইসিসি টেস্টে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন অশ্বিন। প্রথম দিন উইকেট না পেলেও দ্বিতীয় দিন উইকেট পান তিনি। অশ্বিন ও উমেশ যাদবের লড়াইয়ে খেলায় ফিরেছে টিম ইন্ডিয়াও।