দ্বিতীয় দিনই ঘুরে দাঁড়াল ভারত। ডাবল সেঞ্চুরি পাওয়া হল না উসমান খোয়াজার। ১৮০ রানে অক্ষর প্যাটেলের ডেলিভারিতে আউট হয়ে ফিরলেন তিনি। দ্বিতীয় দিন ৪৮০ রান তুলে অলআউট অস্ট্রেলিয়া। একাই ৬ উইকেট নিয়ে আমেদাবদ টেস্টে নায়ক রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের রান ৩৬।
দ্বিতীয় দিনের শুরুতেও বেশ দাপটের সঙ্গে লড়াই করে অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যান। ভারতে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ক্যামেরুন গ্রিন। লাঞ্চের পরই প্রথম ঝটকা দেন অশ্বিন। একমাত্র খোয়াজাকে ফেরান অক্ষর। বাকি পাঁচটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন অশ্বিন।
আরও পড়ুন: খোয়াজা-গ্রিনের পার্টনারশিপ ভাঙলেন অশ্বিন, ৬ উইকেট হারিয়েও লড়ছে অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ক্রিজে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিত ১৭ রানে অপরাজিত। ১৮ রানে অপরাজিত শুভমান গিল।